অভ্র’র মেহেদী তিন সহকর্মীর সঙ্গে দলগতভাবে একুশে পদকে ভূষিত হচ্ছেন।

Feb 10, 2025
সাম্প্রতিক খবর
অভ্র’র মেহেদী তিন সহকর্মীর সঙ্গে দলগতভাবে একুশে পদকে ভূষিত হচ্ছেন।

বাংলা কম্পিউটিংয়ে অবদানের স্বীকৃতি: একুশে পদক পাচ্ছেন অভ্রর মেহেদী ও তাঁর তিন সহযোগী

বাংলা ভাষার ডিজিটাল ব্যবহারকে সহজতর ও গণমুখী করার অসামান্য অবদানের জন্য অভ্র কী-বোর্ডের সৃষ্টিকর্তা মেহেদী হাসান খানসহ তার তিন সহযোগী একুশে পদকে ভূষিত হচ্ছেন। বাংলা টাইপিংয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা এই দলটি দলগতভাবে ২০২৪ সালের একুশে পদক পাচ্ছে, যা বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষিত তালিকায় মেহেদীসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়। তবে মেহেদী হাসান খান একা এই কৃতিত্ব নিতে চাননি। অভ্র প্রকল্পের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা তার তিন বন্ধু—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাও এই সফটওয়্যার তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানান মেহেদী, যা সরকারও সম্মানের সঙ্গে গ্রহণ করেছে।

ফারুকী তার পোস্টে লেখেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখা এই চার প্রতিভাবান তরুণই দলগতভাবে একুশে পদক পাচ্ছেন। এটি তাদের দীর্ঘ পরিশ্রম ও আত্মত্যাগের ফল।"

অভ্র কী-বোর্ড ২০০৩ সালে মেহেদী হাসান খান তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ওপেন-সোর্স প্রকল্প হিসেবে হাজারো ব্যবহারকারীকে বাংলা লেখার সুবিধা দেয়। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অভ্র আজও জনপ্রিয়।

এই স্বীকৃতির মাধ্যমে বাংলা কম্পিউটিংয়ের এক যুগান্তকারী অধ্যায় আরও দৃঢ় হলো বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। মেহেদী ও তার দল বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করলেও, পুরস্কার গ্রহণের জন্য তারা সবাই বাংলাদেশে আসছেন।

ফারুকী তার পোস্টের শেষ অংশে লেখেন, "তোমাদের এই অর্জন শুধু তোমাদের নয়, বরং এটি সমস্ত তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণা। বাংলা ভাষার উন্নয়নে তোমাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"

বাংলা কম্পিউটিংয়ের পথিকৃৎ হিসেবে এই চার তরুণের একুশে পদক প্রাপ্তি দেশের প্রযুক্তিগত অগ্রগতির ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

Recent Posts

Wholesale Gadgets is a Best Platfrom for Business to Business and Business to consumer Service.

Wholesale Gadgets .com.bd তে মাধ্যমে আমরা পাইকারি ও খুচরা দামে ভাল মানের গ্যাজেট সরবরাহ করি। আমাদের স্টোরে মোবাইল অ্যাকসেসরিস, ল্যাপটপ গ্যাজেটস, গেমিং ডিভাইস, ইলেক্ট্রনিক্স সহ আরও অনেক পণ্য রয়েছে ।
প্রতিটি পণ্যের ডিটেইল ও রিভিউ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করা হয়, যাতে সহজে সঠিক পণ্য পছন্দ করতে পারেন।
আমরা বিশ্বাসযোগ্য সেবা এবং সাশ্রয়ী দাম দিয়ে ঝামেলামুক্ত কেনাকাটা নিশ্চিত করি। এখানে প্রতারনা নেই, আমরা সবসময় আপনার নাগালের মধ্যেই আছি।

At WholesaleGadgets.com.bd, we bring you top-quality gadgets at both wholesale and retail prices. Our store has mobile accessories, laptop gadgets, gaming devices, electronics, and much more!
We try our best to provide detailed info and reviews on our YouTube channel, so you can easily pick the right product for you.
We guarantee trusted service and budget-friendly prices, giving you a hassle-free shopping experience. No scams here—we’re always within your reach!

All categories
Flash Sale
Todays Deal