স্মার্টফোন ও জিপিএস: আপনার অজানা বন্ধুর গল্প

Jan 23, 2025
টেকনোলজি
স্মার্টফোন ও জিপিএস: আপনার অজানা বন্ধুর গল্প

স্মার্টফোন ও জিপিএস: আপনার অজানা বন্ধুর গল্প

আজকাল এমন কাউকে খুঁজে পাওয়া ভার, যিনি স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু কখনো গুগল ম্যাপ বা জিপিএস ব্যবহার করেননি। গুগল ম্যাপ ছাড়াও অ্যাপল ম্যাপস, হিয়ার ম্যাপস, বা মাইক্রোসফট বিং ম্যাপসের মতো অসংখ্য অপশন থাকলেও, অধিকাংশ ব্যবহারকারীর জন্য গুগল ম্যাপই প্রথম পছন্দ। নতুন কোনো জায়গায় গিয়ে পথ হারালে এই প্রযুক্তি যেন আমাদের ভরসার নাম।

গুগল ম্যাপের মতো আধুনিক ম্যাপিং সিস্টেম কেবল রাস্তার দিকনির্দেশই দেয় না, ট্রাফিকের অবস্থা, কাছাকাছি গুরুত্বপূর্ণ স্থান, এমনকি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময়ও জানিয়ে দেয়। এই পুরো ব্যবস্থার পেছনে যে ‘ম্যাজিক’ কাজ করে, তা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS)

জিপিএস: কীভাবে এটি কাজ করে?

জিপিএসের মূল ভিত্তি হলো পৃথিবীর কক্ষপথে থাকা অন্তত ২৪টি স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলো প্রায় ১২,০০০ মাইল উচ্চতায় পৃথিবীর চারপাশে এমনভাবে অবস্থান করে যে তারা পুরো পৃথিবী জুড়ে সংকেত পাঠাতে সক্ষম। প্রতিটি মুহূর্তে পৃথিবীর যেকোনো স্থানে কমপক্ষে চারটি স্যাটেলাইট থেকে সংকেত পাওয়া যায়।

আপনার ফোনের জিপিএস চিপ মূলত একটি রিসিভার। এটি স্যাটেলাইট থেকে সংকেত পায় এবং সেই সংকেতের ভিত্তিতে আপনার অবস্থান নির্ধারণ করে। স্যাটেলাইটগুলো প্রতিনিয়ত সংকেত পাঠায়, যেখানে সময় এবং অবস্থানের তথ্য থাকে। আপনার ফোন সেই সংকেতগুলো বিশ্লেষণ করে স্যাটেলাইটের সাথে দূরত্ব পরিমাপ করে।

এটি ট্রাইল্যাটেরেশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। যেমন ধরুন, আপনি যদি তিনটি স্যাটেলাইটের দূরত্ব থেকে একটি বিন্দুতে অবস্থান নির্ধারণ করেন, তাহলে সঠিক অবস্থান বের করা সম্ভব হয়।

জিপিএস কার মালিক?

জিপিএস সিস্টেমের মালিকানায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। ১৯৭০-এর দশকে এটি মূলত সামরিক কাজের জন্য তৈরি হয়েছিল। পরে, ১৯৮০-এর দশকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে ৩০টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সিস্টেমটি পরিচালিত হয়।

স্মার্টফোনে জিপিএসের ব্যবহার

আগে জিপিএস কেবল জাহাজ, বিমান, বা এডভেঞ্চার অভিযানে ব্যবহৃত হতো। কিন্তু স্মার্টফোনের আবির্ভাব এই ব্যবস্থাকে সবার হাতের নাগালে এনেছে। ফোনের ভেতরে থাকা জিপিএস চিপ, গুগল ম্যাপ বা উবারের মতো অ্যাপের সাহায্যে আজ আমাদের জীবন অনেক সহজ করেছে।

ইন্টারনেট ছাড়া কি জিপিএস কাজ করে?

জিপিএসের সংকেত গ্রহণের জন্য ইন্টারনেট প্রয়োজন হয় না। তবে ডিজিটাল ম্যাপ লোড করার জন্য ইন্টারনেট প্রয়োজন। আপনি যদি আগে থেকে গুগল ম্যাপের কোনো অংশ ডাউনলোড করে রাখেন, তাহলে ইন্টারনেট ছাড়াই আপনার লোকেশন জানতে পারবেন।

যদি জিপিএস বন্ধ হয়ে যায়?

যদিও জিপিএস সবার জন্য উন্মুক্ত, এটি একান্তই মার্কিন সরকারের নিয়ন্ত্রণাধীন। যুদ্ধ বা বিশেষ পরিস্থিতিতে তারা চাইলে এটি বন্ধ করে দিতে পারে। এ কারণে রাশিয়া গ্লোনাস, চীন বিডিএস, এবং ইউরোপ গ্যালিলিও নামে নিজস্ব পজিশনিং সিস্টেম তৈরি করেছে।

এছাড়া মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা ওয়াইফাইও লোকেশন নির্ধারণে বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে।

Recent Posts

Wholesale Gadgets is a Best Platfrom for Business to Business and Business to consumer Service.

Wholesale Gadgets .com.bd তে মাধ্যমে আমরা পাইকারি ও খুচরা দামে ভাল মানের গ্যাজেট সরবরাহ করি। আমাদের স্টোরে মোবাইল অ্যাকসেসরিস, ল্যাপটপ গ্যাজেটস, গেমিং ডিভাইস, ইলেক্ট্রনিক্স সহ আরও অনেক পণ্য রয়েছে ।
প্রতিটি পণ্যের ডিটেইল ও রিভিউ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করা হয়, যাতে সহজে সঠিক পণ্য পছন্দ করতে পারেন।
আমরা বিশ্বাসযোগ্য সেবা এবং সাশ্রয়ী দাম দিয়ে ঝামেলামুক্ত কেনাকাটা নিশ্চিত করি। এখানে প্রতারনা নেই, আমরা সবসময় আপনার নাগালের মধ্যেই আছি।

At WholesaleGadgets.com.bd, we bring you top-quality gadgets at both wholesale and retail prices. Our store has mobile accessories, laptop gadgets, gaming devices, electronics, and much more!
We try our best to provide detailed info and reviews on our YouTube channel, so you can easily pick the right product for you.
We guarantee trusted service and budget-friendly prices, giving you a hassle-free shopping experience. No scams here—we’re always within your reach!

All categories
Flash Sale
Todays Deal